May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 5th, 2025, 4:49 pm

মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ড. শরিফ আহম্মদ চৌধুরী  

রংপুর ব্যুরো: গ্রাম বিকাশ কেন্দ্র  বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকালে মীরবাগ ও বড়ুয়াহাট শাখার মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ড. শরিফ আহম্মদ চৌধুরী।

পিকেএসএফ, এ সময়ে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপক আহম্মেদ মাহামুদুর রহমান খান, পিকেএসএফ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (কমিউনিটি মোবিলাইজেশন) খসরু মঈন তানবির আহমেদ, পিকেএসএফ, জেনারেল ম্যানেজার সেলিনা শরিফ, পিকেএসএফ, প্রধান নির্বাহী মো: আমিনুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্র, পরিচালক অসিম রাউথ, মাইক্রোফিন্যান্স, গ্রাম বিকাশ কেন্দ্র, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: আব্দুস সালাম, মাইক্রো ফিন্যান্স, গ্রাম বিকাশ কেন্দ্র, আঞ্চলিক ব্যবস্থাপক শাহাবুদ্দিন, মাইক্রো ফিন্যান্স, প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর, প্রকল্প সমন্বয়কারী মো: ফিরোজ আহমেদ, পিপিইপিপি-ইইউ প্রকল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দিনাজপুর, এলাকা ব্যবস্থাপক মো: আতাউর রহমান, মাইক্রো ফিন্যান্স, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার-লাইভলীহুড, মো: আসাদুজ্জামান, পিপিইপিপি-ইইউ প্রকল্প, গ্রাম বিকাশ কেন্দ্র, কারিগরি কর্মকর্তা-কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান প্রমুখ।

শেখপাড়া পিভিসি’র মিটিং, মা ও শিশু ফোরামের মিটিং, প্রসপারারিটি বাড়ি পরিদর্শন, ছাগল ও গাভী পালন, বহুস্তরের সবজি চাষ, পুকুরে মাছ চাষ, সাইলেজ প্রস্তত প্রক্রিয়া, মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির মিটিং, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য সেবা ও অতি দরিদ্র মানুষদের সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তীর বিষয়ের উপর পথ নাটক প্রদর্শন, প্রকল্পের নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দের সাথে মাঠ পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং অতিদরিদ্র মানুষদের কিভাবে পরিবারের আয় বৃদ্ধি করা যায়  সে বিষয়ে দিক নির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।