কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় বর্জ্যের স্তূপে লাগা আগুন শনিবার ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা অতীশ চাকমা বলেন, শনিবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর থেকে আগুন নেভানোর চেষ্টা চলে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
অতীশ বলেন, ‘প্রকল্প এলাকার খোলা মাঠে বিশাল এলাকাজুড়ে বর্জ্য জমিয়ে রাখা হয়েছে। যেখানে কাঠের পাশাপাশি লোহার অংশ, ভাঙা টিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে এসব বর্জ্যের কিছু একটা কাটতে গিয়ে আগুনের সূতপাত হয়।’
কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছেন।
প্রকল্পের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, বর্জ্যের স্তুপটি প্রকল্প থেকে অনেক দূরে। আগুনের কারণে প্রকল্প এলাকায় কোনো প্রভাব পড়বে না। বর্জ্যের স্তুপে থাকা উপকরণগুলো পুড়লে ক্ষতি নেই।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন