October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 21st, 2025, 3:06 pm

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল :

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০ আগষ্ট বুধবার সকালে  টাঙ্গাইল জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। সভায় মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কারাবন্দিদের সচেতন করা হয় এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।  এসময় আরও উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।

সভা শেষে মাদক মামলায় আটক কারাবন্দীরা মাদক গ্রহণ না করার প্রত্যয়ে মাদকবিরোধী শপথ পাঠ করেন।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।