কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে গাজীপুরের কালীগঞ্জে গাঁজা সেবন অবস্থায় দুই মাদকসেবিকে আটক করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ও পৌরসভার মূলগাও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় উপজেলার পৌরসভার মূলগাও এলাকা হতে মোঃ বাদশার পূত্র মোঃ বিজয় হোসেনকে (২৪) ও বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকা হতে লাল্টু হোসেনের পূত্র মোঃ ইমন হোসেনকে (২৫) গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়। বিজয় হোসেন পাবনা জেলার চাটমোহর বাজার এবং ইমন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাসিন্দা। পরে উভয় আসামীদের ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় আসামীদের একশত টাকা করে মোট দুইশত টাকা অর্থদন্ড এবং উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক, উপ পরিদর্শক জুয়েল মিয়া, বেঞ্চ সহকারী মাহবুব ইসলাম ও আলামিন ভূইয়াসহ আনসার সদস্যবৃন্দ।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ,গাজীপুর
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর