November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 7:26 pm

মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জে অবস্থিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, পর্যাপ্ত ডাক্তার, নার্স ও ওষুধ সরবরাহের দাবিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৫ নভেম্বর) বিকেলে মাদারগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক আইয়ুব আলী খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্যদীপ্ত মানবতাবাদী নেতা হাবিবুর রহমান পল্টন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন-মাদারগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অব.) শহিদুল ইসলাম, মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম,মিঠিপুর ইউনিয়নের আমির মোস্তফা খাইরুলআমিন, এলাকাবাসীর পক্ষে মোস্তফা মণ্ডল, বিএনপি নেতা শাহ কাজল, রতনসহ আরও অনেকে। প্রধান অতিথি হাবিবুর রহমান পল্টন বক্তব্যে বলেন, বর্তমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির চরম অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি এবং সেবাবঞ্চিত সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি আরও বলেন,“চিকিৎসাসেবার অভাবে এই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”তিনি আশ্বস্ত করে বলেন,“ আগামীতে অন্তত সপ্তাহে তিন দিন অভিজ্ঞ মেডিকেল ডাক্তার দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই কেন্দ্রটিকে একটি কার্যকর ও প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপ দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।” এছাড়াও তিনি জানান, পীরগঞ্জ উপজেলার চতরা, ভেন্ডাবাড়ি ও মিঠিপুর—এই তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বেহাল অবস্থা নিরসনে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন। এ সময় জামায়াত নেতা খাইরুল আমিন বলেন,“ এলাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই কেন্দ্রকে সচল রাখা অত্যন্ত জরুরি। এই ন্যায্য দাবির পাশে আমরা সব সময় থাকবো।”

অন্যান্য বক্তারা বলেন, অবিলম্বে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা, পর্যাপ্ত ডাক্তার, নার্স নিয়োগ ও নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা না হলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

এলাকাবাসি এসময় গভীর প্রত্যাশা রেখে সমাবেশ থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে মাদারগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলার জোর দাবি জানানো হয়।