মাদারীপুর সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। উপজেলার পখিরা এলাকায় বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম লিংকন (৩০) সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে মাদারীপুর শহরে আসছিলেন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন। পখিরা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক তিন জনকে ফরিদপুরে অবস্থায় পাঠানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ