মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলার সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা মহাদেব পাল (৬০) ও ছেলে মিঠুন পাল (২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে যাওয়া মাত্র অপর দিক থেকে আল্লাহর দান কার্গোর একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
৪ দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে উর্দুভাষীরা
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন