January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 19th, 2022, 7:39 pm

মাধবপুরে ট্রাকচাপায় রিকশার ৩ যাত্রী নিহত

সিলেটের মাধবপুরে ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়া (৪৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে একটি ট্রাক ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মফিজুল মিয়া মারা যান এবং গুরুতর আহত হন আমসু মিয়া ও সামাদ মিয়া। তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা দুজনও মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে।

—ইউএনবি