জেলা প্রতিনিধি শরীয়তপুর (ডামুড্যা):
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে জেলা মাধ্যমিক কারিগরি মাদ্রসা ও কলেজ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতে ছিলেন এ.কে.এম এনামুল হক শামীম। জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, স্বনির্ভর শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ।
এছাড়া বক্তব্য রাখেন সাবেক সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, যুগ্ম সচিব মুন্সি আব্দুল আহাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালক মোঃ আমির হোসেন। জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব আলম। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান