নিউজ ডেস্ক :
কারাবন্দি আসামি ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৮৬) মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এম এ হান্নান।
ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালে মহাজোটের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান।
২০১৫ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন তিনি। ত্রিশালের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওই মামলাটি করেন। গ্রেপ্তারের পর থেকে ওই মামলায় কারাগারে করছিলেন সাবেক এই সাংসদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এম এ হান্নানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী মামলা বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এর আগে, একই বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।
সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এম এ হান্নানকে বিএসএমএমইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। সম্প্রতি একই মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা যান হান্নানে ছেলে।
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার