মানবপাচারের মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অপর এক মামলায় তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন আসামিকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম বেগম শান্তা আক্তার এ আদেশ দেন।
মানবপাচারের মামলায় মিল্টনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মাইতুল আলম।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে গত ২ মে ডেথ সার্টিফিকেট জালিয়াতির মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (১ মে) রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বিভিন্ন পুরস্কারের মাধ্যমে জনসেবার স্বীকৃতি পাওয়া সমাদ্দার বড় ধরনের অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলে অসহায়দের জন্য বৃদ্ধাশ্রম তৈরি এবং গৃহহীনদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কথা প্রচার করা হলেও, তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য, বিশেষ করে কিডনি কাটা ও বিক্রি করা।
এই তথ্য প্রকাশ্যে আসার পর অনেকেই এ নিয়ে মুখ খোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। যার পরিণতিতে মিল্টন সমাদ্দারকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে মিরপুর বিভাগের ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল পাশা বাদী হয়ে মিরপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
—–ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে