প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার জন্য মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘আমাদের মানবাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।’
এসময় হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ‘মানুষ ও এদেশের মাটির সন্তান’ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আপনারা বলবেন, আমরা বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিছু চাইবেন না আপনারা।’
তিনি স্পষ্ট করে বলেন, আইনের চোখে সবাই সমান, এখানে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।
‘আমি এখানে বলতে এসেছি যে, আমরা সবাই সমান, এখানে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।’
বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে এসময় সবার প্রতি আহ্বান জানান তিনি।
‘দয়া করে এটি প্রতিষ্ঠা করতে আমাদের সাহায্য করুন। ধৈর্য ধরুন। পরে বিচার করবেন যে, আমরা সেটি করতে পারলাম কি না। আমরা যদি তা করতে না পারি তাহলে আমাদের দোষারোপ করবেন।’
এসময় হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেখানে আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্নই আসে না।’
তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান, হিন্দু কিংবা বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের সবার অধিকারগুলো নিশ্চিত হোক।’
অধ্যাপক ইউনূস অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ‘সব সমস্যার গোড়া হলো, আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি, সব কিছু কিন্তু পচে গেছে। এই কারণেই গোলমাল হচ্ছে। কাজেই আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে।’
নোবেলজয়ী এই নেতা বলেন, ন্যায়বিচার নিশ্চিত হলে সবাই ন্যায়বিচার পাবে।
এর আগে, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা তাদের ওপর হামলার বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার কাছ থেকে এসব সমস্যার স্থায়ী সমাধান কামনা করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাদের আশ্বস্ত করে বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
—–ইউএনবি
আরও পড়ুন
আগামী বিজয় দিবস গণহত্যাকারীর শাস্তির রায়ে উদ্যাপন হবে: আসিফ নজরুল
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে