April 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 20th, 2024, 8:21 pm

মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক, ফখরুল, খসরু, গয়েশ্বর ও রিজভী

নিজস্ব প্রতিবেদক
মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই মামলা থেকে খালাস পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আজ রোববার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, লন্ডনের একটি আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে ২০১৯ সালে ঢাকার আদালতে একটি মানহানির মামলা করেন। সেই মামলায় তিনি দীর্ঘদিন ধরে আদালতে হাজির হন না। আদালতের কাছে মামলা থেকে তারেক রহমানসহ অন্যদের খালাস দেওয়ার আবেদন করা হয়। আজ আদালত মামলা থেকে তারেক রহমানসহ অন্যদের খালাস দিয়েছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকের দায়ের করা মানহানিসংক্রান্ত পৃথক চারটি মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এই রায় দেন।

গত ২২ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।