অনলাইন ডেস্ক :
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার জোকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীতমুখি গ্রামীণ সেবা গ্রিন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত