মানিকগঞ্জ সদরে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে যায় বাসটির অধিকাংশ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাসটির অধিকাংশ।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, সকালে যাত্রী বেশে ওই বাসে উঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে যাত্রীবাহী ওই বাসটি তরা ব্রিজ পার হলে বাস থামিয়ে সকল যাত্রীদেরকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর সেই মিনিবাসে অগ্নিসংযোগ করলে বাসটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান। দ্রুত দুর্বৃত্তদের ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
গাজীপুরে দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানালো জামায়াত