Friday, November 24th, 2023, 9:26 pm

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইনের সার্ভিসের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৮ জন মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও ২ জন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

ওসি জানান, গুরুতর আহত মানিকগঞ্জের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই শিক্ষার্থী আল আমিন হোসেন ও সজাগ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এব্যাপারে সাটুরিয়া থানায় মামলা হয়েছে।

—ইউএনবি