মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের খালপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে শহরের সেওতা এলাকা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে। এ সময় পুলিশ নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার সেলের আঘাতে বিএনপি’র ২৫ নেতাকর্মী আহত হয়।
পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। এছাড়া পরিবেশ শান্ত করতে শহরের অলিগলিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন