January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 3:54 pm

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীসহ প্রায় ১৪ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে প্রায় ১৪ লক্ষ টাকার মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আট করা হয়েছে। সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন থেকে সোমবার মধ্যরাতে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের সাথে ১৩০ গ্রাম হেরোইন ও ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিংগাইর উপজেলার চারাভাঙ্গা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে নায়েব আলী (৪০) এবং একই উপজেলার কালিনগর এলাকার মৃত রওশন আলীর ছেলে মুনছের আলী (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা এবং বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন এবং ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৩ লক্ষ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটকের পর সিংগাইর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে কোর্টে পাঠানো হবে।