জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে গৃহবধু সুমী আক্তারকে গলা কেটে হত্যাকারি স্বামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা ১০টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত সুমী আক্তারের বাবা রহম আলী, মা রওশনা বেগম, বোন রুমি আক্তার, শোলধারা এলাকার মনোয়ার মাহমুদ ও সাদিকুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়াও ঘাতক স্বামীর দাবিতে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
সুমীর পিতা রহম আলী বলেন, বিনা কারনে নির্মমভাবে আমার মেয়েকে হত্যা করেছে রুপক আহমেদ। আমি আমার মেয়ের হত্যাকারির ফাঁসি চাই। আমার মেয়ের হত্যার বিচার দেখে যাতে আর কেউ এধরনের কাজ করতে সাহস না পায়।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ভোরে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা এলাকায় শ্বশুর বাড়িতে সুমী আক্তারের গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পরে এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে স্বামী রুপককে আসামী করে ঘিওর থানায় মামলা করেন। মামলার পর আসামী রুপককে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে রুপক কারাগারে রয়েছে।
আরও পড়ুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা
বিএনপি নেতাকর্মীদের নামে ৩২টি মিথ্যা মামলা রাজনৈতিকভাবে নথিভুক্ত না হওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ- সংবাদ সম্মেলন