মানিকগঞ্জের কালীগঙ্গা সেতুতে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া ও তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী আশিকুর রহমান। তাদের দুজনের বাড়ি জেলার ঘিওর উপজেলার রাথুরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী জুয়েল ও আশিকুর রহমানের মৃত্যু হয় এবং অপরজন আহত হন।
আহত মোটরসাইকেল চালক হাসিবুর রহমানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রাত সাড়ে ১১টার দিকে বানিয়াজুরিতে একটি বাসে আগুন দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে দমকলকর্মীরা বাসের আগুন নেভায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী