January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 3:41 pm

মানিকগঞ্জে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভা

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ :
মানিকগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী প্রকৌলশীর দপ্তরের আয়োজনে মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বৃহস্পতিবার অর্ধদিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.ফয়জুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস, ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, মানিকগঞ্জের সিনিয়র সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া ও সহকারি প্রকৌশলী মো.ইমরুল হাসানসহ সংবাদকর্মী, ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
প্রভাস চন্দ্র বিশ্বাস বলেন, সরকারের নির্দেশনায় এবং স্থানীয় সরকার বিভাগের প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাস্তা-ঘাটের কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। কারন প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন রাস্তা-ঘাটের উন্নয়নের পিছনে। এখানে অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে। সুতরাং সকলকে দায়িত্ব নিয়ে সঠিক কাজ করতে হবে।