January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 8:36 pm

মানিকছড়িতে জীপের চাপায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, রামগড় :
খাগড়াছড়ির মানিকছড়িতে সোমবার(১৮ এপ্রিল) আনারসবোঝাই জীপগাড়ির চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলেন, হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মগের ছেলে উগ্যজাই মগ (১২) ও ডেপুয়াপাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে রাজু মারমা (১৫)। আহত রাসাই মারমা(৩৫) ফরিকনালা এলাকার মৃত থোয়াইচাই মারমার ছেলে।

গুরুতর আহত অবস্থায় রাসাই মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত উগ্যজাই মগ হাতিমুড়া জুনিয়র হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের সুইজাই কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বর্তমানে আনারসের চলতি মৌসুমে শ্রমিক সংকটেরর কারণে হাতিমুরা এলাকার স্কুল পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী আনারস বাগানে কাজ করে। স্কুল ছাত্র উজাই মগ ও রাজু মারমা। আনারস বোঝাই জিপটি যখন টিলায় উঠছিল, ঠিক তখন তারা দুজন গাড়ির পেছনে হেঁটে হেঁটে আসছিল। টিলার মাঝ পথে জিপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ছুটতে থাকে। এপর্যায়ে গাড়ির পেছনে থাকা দুই শিক্ষার্থী জীপগাড়ীর নিচে চাপা পড়ে প্রাণ হারায়।

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হা?+;সান বিষয়টি নিশ্চিত করেছেন।