বাংলাদেশ ব্যাংক (বিবি) এক নির্দেশনায় বলেছে, বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী মানি চেঞ্জার প্রতিষ্ঠানরা ব্যবসায়িক দিনের শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার রাখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তাৎক্ষণিক কার্যকরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে একটি মানি এক্সচেঞ্জার নগদ ২৫ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্যের বেশি রাখতে পারবে না।
যদি তাদের নগদ ডলারের পরিমাণ এই সীমার বেশি হয় তবে দিন শেষে ওই প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা দিতে হবে। উক্ত অ্যাকাউন্টের ব্যালেন্স কখনওই ৫০ হাজার ডলার বা তার সমতুল্যের বেশি হবে না।
দেশে ডলারের কারসাজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন সাতটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ডলার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে ৪২টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।
এই নির্দেশিকাটির লক্ষ্য হচ্ছে দেশে একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার প্রতিষ্ঠা করা।
—ইউএনবি
আরও পড়ুন
হাইকোর্টের নির্দেশে খুলছে অগ্রণী-দুয়ার ব্যাংকিং; স্বস্তি ফিরছে ১০ লক্ষ গ্রাহক ও শত শত এজেন্টের
১২ দিনে রেমিট্যান্স এলো এক বিলিয়ন ডলার
মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা