January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 4th, 2023, 8:20 pm

মানুষের কথা নিয়ে আমার মাথাব্যাথা নেই: রোনালদো

অনলাইন ডেস্ক :

নতুন অভিযানে সৌদি আরব এসেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন ক্লাব আল নাসরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। গত মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষাও সেরে ফেলেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা এই তারকা। মঙ্গলবার ঘরের মাঠ মার্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে হাজির করে আল নাসর। সংবাদ সম্মেলনে রোনালদো জানান, ‘ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই। ’ পাঁচবারেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, সৌদি প্রো লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘মানুষ কী বলে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি জানি, এই লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ’ সংবাদ সম্মেলনের শেষে রোনালদো গায়ে থাকা স্যুট পাল্টে আল নাসরের জার্সি পরে মাঠে প্রবেশ করেন। গ্যালারিতে তাকে দেখার অপেক্ষায় ছিলেন ক্লাবটির ভক্ত-সমর্থকরা। আল নাসরের পুরো স্কোয়াডই রোনালদোর সঙ্গে সাক্ষাত করতে উপস্থিত হন।