মো: সাকিক হারুন ভূঁইয়া :
কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজশাহী নগরীতে বেড়েছে মানুষের চলাচল। রাস্তায় বেড়েছে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। নানা অযুহাতে বাইরে আসা এসব মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা ও জরিমানা আদায় করার পরও মানুষ ঘরে থাকছেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে- লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছেন তারা।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জন।
এছাড়া, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক শূন্য ২২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি।
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার