ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাদির দ্রুত সুস্থতা কামনা এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
এই প্রেক্ষাপটে হাদিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ‘ডাল্টন সৌভাত হীরা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।
হুমকিদাতা ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যে চমক ও বান্নাহর ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস করা হয়েছে এবং তাঁদের লোকেশন ট্র্যাক করা হচ্ছে। পাশাপাশি শোবিজসংশ্লিষ্টদের তাঁদের কোনো কাজে না নেওয়ার হুমকিও দেওয়া হয়।
গতকাল সোমবার ফেসবুক লাইভে এসে হুমকি পাওয়ার বিষয়টি প্রকাশ করেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তিনি জানিয়েছেন, এসব হুমকিতে তিনি ভীত নন। চমকের ভাষ্য, রোববার রাতে তাঁর ফোনে ২০০ থেকে ৩০০টির মতো কল আসে, একপর্যায়ে ফোন নম্বর বন্ধ করতে বাধ্য হন তিনি।
চমক বলেন, “এতগুলো ফোনকল আর হত্যার হুমকি পেয়ে মনে হচ্ছিল, দেশের জন্য হয়তো কিছু একটা করেছি বলেই এরা আমার পেছনে লেগেছে। কিছু না করলে কেউ লাগত না—এই সান্ত্বনাটুকু নিজেকে দিতে পারছি। দেশের মানুষের কোনো কাজে আসতে পারলে সেটাই বড় কথা। ওরা যদি সত্যিই আমাকে মেরে ফেলে, সেটাও আমার জন্য সুন্দর উপহার হবে—আমি দেশের জন্য মারা গেছি।”
তিনি আরও বলেন, “৭০ বছর বয়সে গিয়ে বৃদ্ধ হয়ে মরার চেয়ে দেশের জন্য মৃত্যু হলে এর চেয়ে ভালো আর কী হতে পারে। অনেকে ফোন করে সতর্ক করছেন, তাঁদের বলব—মন খারাপ করবেন না। আমি মরে গেলেও আমার দুঃখ নেই। যারা হুমকি দিচ্ছে, তারা যত বাজে কথা বলবে, তত মনে করব আমি কিছু করতে পেরেছি। তোমাদের হুমকিতে বাসায় বসে থাকার মানুষ আমি না।”
হুমকি পাওয়ার বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা অনন্য মামুনও। তিনি লেখেন, “হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা জানে না—হাদি আমার কাছে ভালোবাসার নাম। আর আমি মৃত্যুর ভয় পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহ তাআলা আমার মৃত্যুর তারিখ নির্ধারণ করে রেখেছেন।”
এদিকে, হুমকির বিষয়ে চমক ও অনন্য মামুন প্রকাশ্যে কথা বললেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।
এনএনবাংলা/

আরও পড়ুন
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
বনলতা এক্সপ্রেসে রোমাঞ্চকর জার্নির প্রত্যাশা সাবিলা নূরের
নেপালকে উড়িয়ে সেমির দোরগোড়ায় বাংলাদেশ