Wednesday, December 31st, 2025, 1:08 pm

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। এ সময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।

বুধবার সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ পৌঁছানো হয় গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসায়।

বাসায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত আছেন।

এনএনবাংলা/পিএইচ