টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল শহরের সন্তোষ পাতুলি পাড়ার বাসিন্দা ফজলুল করিম ফরিদ (৫৫) বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৪ আগস্ট তার মা ফজিলাতুন্নেছা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধ ও হামলার অভিযোগে মামলা (সিআর নং ১৮১৯/২০২৫) দায়ের করেন।
তবে পরিবারের দাবি, মা মামলার বিষয় জানেন না—অন্য ছেলেরা জমি আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করে তার স্বাক্ষর নিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) আদালত ফরিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।
আসামির স্ত্রী খুরশিদা বেগম ও ছোট ছেলে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা।
মামলার বাদি মা ফজিলাতুন্নেছা বলেন, “জমিজমা নিয়ে আমার ছেলেদের মধ্যে অনেক দিন ধরে ঝামেলা চলছে। আমার অন্য ছেলেরা বলল, ‘মা কোর্টে চলেন, ঝামেলা মিটমাট করতে হবে।’ তারা আমাকে দিয়ে আপোষের কথা বলে স্বাক্ষর নিয়েছে। এখন শুনি আমি আমার ছেলের নামে মামলা করেছি! আমি কোনো মামলা দেইনি।”
পুলিশ জানিয়েছে, পারিবারিক এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত