অনলাইন ডেস্ক :
দিয়েগো মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, ‘মারাদোনা কাপ’ নামে ম্যাচটি হবে আগামী ১৪ ডিসেম্বর। বোকা জুনিয়র্সও নিশ্চিত করেছে, এই ম্যাচে তারা অংশ নেবে। ম্যাচটি হবে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে। কার্ডিয়াক অ্যারেস্টে গত বছরের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা। বয়স হয়েছিল ৬০ বছর। সমৃদ্ধ ক্যারিয়ারে বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। দুটি ক্লাবের হয়েই জিতেছেন শিরোপা।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ
৩০ ছক্কায় নতুন রেকর্ড, হেলসের সেঞ্চুরি, ১৮৬ রানের জুটি—সিলেটের ২০৫ রান হেলায় পেরোল রংপুর
নারী লীগের জন্য পুল ভাবনা, ক্লাবগুলোর দাবি মাসে দশ লাখ টাকা