নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী জেনস সুমন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু নাদিম।
নাদিম জানান, সকালে হঠাৎ জেনস সুমনের বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন।
জেনস সুমনের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে জেনস সুমনের।

জেনস সুমনের প্রকৃত নাম গালিব আহসান মেহেদি। সুমন তাঁর ডাকনাম। নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু তাঁর। পরিচিতি পান ‘একটা চাদর হবে’ গান দিয়ে। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে। রাতারাতি আলোচনায় চলে আসেন জেনস সুমন।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম।
২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরে বিরতিতে চলে যান তিনি।
১৬ বছরের বিরতির পর গত বছর তিনি প্রকাশ করেন নতুন গান ‘আসমান জমিন’। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করে আসছিলেন সুমন।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারকারা হাতে-গালে হঠাৎ সংখ্যা লিখছেন কেন?
বিপিএল নিলামে দেশি-বিদেশি ৪০৩ ক্রিকেটার, সবচেয়ে বেশি লঙ্কান খেলোয়াড়
প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড