October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 2:30 pm

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানান। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে মেটলাইফ, শেভরন ও এক্সিলারেট এনার্জিসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগ প্রসারে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশ নেওয়া বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন। সেখানে তাঁদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ ব্যবসায়ী নেতারা।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করবে। সেই সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের সুসম্পর্ক ও পারস্পরিক পরিচয় বজায় থাকুক—এমন উদ্দেশ্যেই প্রধান উপদেষ্টা এই উদ্যোগ নেন।

 

এনএনবাংলা/