January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 8:31 pm

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমেরিকান নাগরিকদের এখনই (ইউক্রেন) ছেড়ে দেওয়া উচিত।’ উপস্থাপক লেস্টার হোল্টকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এমন নয় যে, আমরা কোনও সন্ত্রাসী গোষ্ঠী সামাল দিচ্ছি। আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবিলা করছি। খুবই কঠিন পরিস্থিতি আর সবকিছু দ্রুত বদলে যেতে পারে।’ বাইডেনের কাছে হোল্ট জানতে চান কোন পরিস্থিতিতে ইউক্রেন ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের সহায়তা করতে সেনা পাঠানো হবে। জবাবে বাইডেন বলেন, ‘সেরকম নয়। আমেরিকা ও রাশিয়া পরস্পরের দিকে গুলি চালানো শুরু করলে সেটি হবে বিশ্ব যুদ্ধ।’ তিনি বলেন, ‘আমরা এতোদিন যেরকম ছিলাম তার চেয়ে ভিন্ন এক দুনিয়ায় বাস করছি।’ এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আলাদাভাবে এক সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের কোথাও রাশিয়া সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নিতে সক্ষম হবে না। এতে বলা হয়, দেশটি ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস সেবা দেওয়া ‘মারাত্মকভাবে প্রভাবিত’ হতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা পর্যালোচনা বলছে রুশ সেনাবাহিনী ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করতে পারে। রুশ ট্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী কিয়েভেও পৌঁছে যেতে পারে।