অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা এএফপি। মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, করোনার কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার চীনবিষয়ক নীতি নিয়ে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন না অ্যান্টনি ব্লিংকেন। করোনাভাইরাসের বুষ্টার ডোজও নিয়েছেন ব্লিংকেন। তবে গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। আপাতত ভার্চুয়ালি সব দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫