‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্মের আহ্বানে আয়োজন করা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে রওনা হলে পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। এরপর মিছিলে অংশগ্রহণকারীরা সেই স্থানে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন।
এর আগে, এই কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হন।
ঢাকার বিভিন্ন স্থান থেকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীদের সড়কে অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা
সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর