অনলাইন ডেস্ক :
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিলেন হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড। জেনারেল থাডেয়াস রস এর ভূমিকায় দেখা যাবে তাকে। জেনারেল থাডেয়াস রস চরিত্রটিতে আগে দেখা গেছে প্রয়াত অভিনেতা উইলিয়াম হার্টকে, দ্য ইনক্রেডিবল হাল্ক (২০০৮) চলচ্চিত্রে। হ্যারিসন ফোর্ডকে এই ছবিতে দেখা যাবে ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ ছবিতে। এই চরিত্রটি বিভিন্ন সময়ে মার্ভেলের বিভিন্ন ছবিতে রাখা হয়। তাই হ্যারিসন ফোর্ডকে এখন থেকে এই চরিত্রে দেখা যাবে সবসময়। বিশেষ করে ‘থান্ডারবোল্ট’ ফ্র্যাঞ্চাইজির সবগুলো ছবিতেই অ্যান্টিহিরো হিসেবে থাকবেন তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ ছবিতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে থাকবেন স্যাম উইলসন। এই ছবিতে আরও থাকছেন ব্লেক নেলসন। তাকে দেখা যাবে ‘লিডার’ চরিত্রে। নতুন ‘ফ্যালকন’ হিসেবে দেখা যাবে ড্যানি রামিরেজকে। শিরা হাঁস থাকছেন ইসরায়েলি সুপারহিরো ‘সাবরা’ চরিত্রে। সূত্র: কলিডার
আরও পড়ুন
নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী, সঙ্গে ছেলে বীর
কার কাছে বিচার দেবো, জানি না: শবনম ফারিয়া
সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সাবা