August 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 7:48 pm

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

আজ বুধবার (৬) আগস্ট মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে দলটি এসেছিল। ২৬ জনের দলটি তাদের কার্যক্রম দেখে সন্দেহ হলে, আন্তর্জাতিক আগমন গেটে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের একেপিএস আটক করেন এবং তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৬ জনের কেউই বৈধ ভ্রমণ ভিসার প্রমাণ দিতে পারেনি, যার কারণে মালয়েশিয়ায় তাদের প্রবেশ অনুমতি দেয়া হয়নি। বর্তমানে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা চলছে।

একেপিএস জানিয়েছে, এ ধরনের অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য বড় হুমকি। তাই গোয়েন্দা সংস্থা এবং সীমান্ত নিরাপত্তা সংস্থা সব সময় সতর্ক রয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে, আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ ও ২ সহ প্রধান প্রবেশ পথগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

সংস্থাটি আরও জানায়, মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে আসা বহু বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। তাই অনুপ্রবেশ রোধে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।