অনলাইন ডেস্ক :
মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচনে রাজনৈতিক স্থিতাবস্থার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন ভোটাররা। এই নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশন ও রক্ষণশীল বিরোধী দলকে তিনটি করে রাজ্য শাসনের রায় দিয়েছে জনতা। খবর আলজাজিরার। গত নভেম্বরে মালয়েশিয়ায় ভোটারদের মতামত বিভাজনকারী সাধারণ নির্বাচনের পর ১৩টি রাজ্যের মধ্যে ছয়টি রাজ্যের এই নির্বাচনকে এক ধরনের গণভোট হিসেবেই দেখা হচ্ছিল। এই ভোটের মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্ব ও বিরোধী দলের শক্তিমত্তার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছিল।
মালয়েশিয়ার নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান জোট নেগেরি সেমবিলান রাজ্য ছাড়াও আরও দুটি সম্পদশালী রাজ্য পেনাং ও সেলানগরে বিজয়ী হয়। এছাড়া ফলাফলে দেখা যায়, বিরোধী দল পেরিকাতান নেশিওনাল কেদাহ, কেলানটান ও তেরেনগানু রাজ্যে জয়লাভ করে। এদিকে, রোববার ভোররাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন এবং দেশবাসীর প্রতি ঐক্যবব্ধ থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এটা জনগণের সিদ্ধান্ত। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দেখাতে হবে।’ আনোয়ার ইব্রাহিম সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এই নির্বাচনের পর কেন্দ্রীয় সরকার আরও শক্তিশালী হলো এবং আমরা সমৃদ্ধ মালয়েশিয়া গঠনে কাজ চালিয়ে যেতে পারব।’ তবে, বিরোধী দল নির্বাচনের এই ফলাফলকে ক্ষমতাসীন কোয়ালিশনের জন্য ‘পরাজয়’ হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুন
পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আরব আমিরাতের
মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী