May 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 3rd, 2025, 5:07 pm

মালয়েশিয়ার তেল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যে একটি পাম তেলের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যে একটি পাম তেলের কারখানায় বিস্ফোরণে বাংলাদেশিসহ ৪ জন আহত হয়েছে। আহত বিদেশি কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় তানজিম করাং হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (০৩ মে) সেলঙ্গার রাজ্যের একটি তেলের কারখানায় কর্মীরা কর্মরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

সেলঙ্গার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মেখতার জানান, কারখানাটির স্টিম বয়লার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে মোট চার কর্মী আহত হন। এদের মধ্যে নেপালের দুজন, ভারতের একজন ও বাংলাদেশি একজন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এ সময় ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আহত চারজনের পায়ের বেশকিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।