October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 3:52 pm

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) যোগদান শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে পৌঁছান।

২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়া যাত্রা করেন সেনাপ্রধান। এরপর ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা পারস্পরিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণ নিয়ে মতবিনিময় করেন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল টান শ্রী দাতো’ শ্রী মুহাম্মদ হাফিজুদ্দাইন জান্টানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং যৌথ মহড়া-প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এনএনবাংলা/