অনলাইন ডেস্ক :
আগামীকাল শুক্রবার থেকে ৬ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় হবে সুপার সিরিজ ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সাইদ আল জাবির। মেলাকা মৌসিদিয়ের হয়ে খেলবেন তিনি। মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন জাবির। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। প্রথমবার মালয়েশিয়ায় খেলতে গেলেন জাবির। এমন সুযোগ পেয়ে তা হাতছাড়া করতে চাননি তিনি,’মালয়েশিয়াতে প্রথমবারের মতো খেলার সুযোগ এসেছে। সেটা হাতছাড়া করতে চাইনি। মেলাকার হয়ে খেলে সাফল্য পেতে চাই। সেখানে ভালো করতে পারলে সামনের দিকে বাংলাদেশ থেকে আরো খেলোয়াড়দের খেলার সুযোগ আসবে। ‘মেলাকা মৌসিদিয়ের দলে খেলবে অন্য বিদেশিরাও। প্রতি দলেই আছে বিদেশি খেলোয়াড়। এটাকে তাই চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন জাবির,’মালয়েশিয়াতে ভালো পারফরম্যান্স করে দেখাতে চাই। দল ইতিবাচক ফল করতে পারে। এখানে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে। ভাল করার ব্যাপারে আমি আশাবাদী। ‘
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার