অনলাইন ডেস্ক :
প্রবাসীদের নিয়ে নতুন সিনেমা তৈরি করার ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা জুটি অনন্ত-বর্ষা। মালয়েশিয়ায় তাদের ছবি ‘দিন : দ্য ডে’র মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এ তারকা দম্পতি। আগামীকাল বুধবার কুয়ালালামপুর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলন করেন তারা।সংবাদ সম্মেলনে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও ‘দিন : দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের পরিচালক মোস্তাফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ড. হালিমা সাদিয়া, ডেইলি সংবাদের সম্পাদক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় ‘দিন : দ্য ডে’র মুক্তি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আগামীতে বাংলা ছবি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার আশাবাদও ব্যক্ত করেন এ জুটি।অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশীরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই।আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে ‘দিন : দ্য ডে’ সিনেমাটি। সিনেমাটির প্রচারে মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছান তারা।এই তারকা দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সাথে ‘দিন : দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখবেন। তারা ১৮ সেপ্টেম্বরে জোহর বারুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন।প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা আছে। বাংলাদেশীদের আগ্রহে আরো চারটি সিনেমা হল বাড়িয়ে ১৫টিতে এটি মুক্তি পেতে যাচ্ছে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা