অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স, শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ৯০ রানের মামুলি লক্ষ্যে ১২ দশমিক ৩ ওভারেই পৌঁছে যায় সিলেট, এই জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন সিলেটের বোলাররাই, বিশেষ করে পেসার রেজাউর রহমান রাজা। ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৪ উইকেটে শিকার করেছেন রাজা, তিনি সাজঘরে ফিরিয়েছেন শুভাগত হোম, উসমান খান, উন্মুক্ত চাঁদ ও নিহাদুজ্জামানকে, ম্যাচসেরার পুরস্কার ওঠেছে রাজার হাতে, পুরস্কার নিয়ে তিনি কৃতিত্ব দিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহীমের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘প্রসেসটা মানতে চেয়েছি, সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি, উইকেট সহায়তা করায় কিছু ভেরিয়েশনেরও চেষ্টা করেছি, ভাগ্যক্রমে সেগুলো কাজে লেগেছে, মাশরাফি ও ও মুশফিকুর রহীমকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা