July 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 5:22 pm

মাশরুম প্যাকেটিং যন্ত্র আবিষ্কার করে  তাক লাগালেন কৃষক সৈয়দুর রহমান

সিলেট অফিস:
মাশরুম প্যাকেটিং যন্ত্র আবিষ্কার করে তাক লাগালেন রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার  কৃষক সৈয়দুর রহমান।
 যিনি তার ব্যতিক্রমী উদ্ভাবনী শক্তির মাধ্যমে সিলেটের কৃষি উন্নয়নে অবদান রাখছেন। তিনি মাশরুম চাষে আগ্রহী ব্যক্তিদের হাতে কলমে প্রশিক্ষণও দেন।
 তিনি ভিন্ন ধরণের ফল ও ফসল উৎপাদন করে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখছেন। শুধু মাশরুম চাষ নয় তিনি অন্যদেরও মাশরুম চাষে আগ্রহী করে তুলছেন এবং হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি তার উদ্ভাবনী শক্তি দিয়ে সিলেটের কৃষি উন্নয়নে ব্যাপক সাড়া ফেলেছেন।
কৃষির নিত্য নতুন জাত ও প্রযুক্তি নিয়ে বরাবরই আগ্রহ মোল্লারগাঁও ইউনিয়নের মন্দিরখলা গ্রামের কৃষক সৈয়দুর রহমানের। নতুন কোন প্রযুক্তি পেলে সেটাকে সফল করতে তিনি সিদ্ধহস্ত। প্রতি বছর নিত্য নতুন সবজী আবাদের পাশাপাশি প্রযুক্তি আবিষ্কারে ও বসে নেই তিনি। তারই ধারাবাহিকতায় এবারকার আবিষ্কার মাশরুম প্যাকেটিং যন্ত্র।
এই যন্ত্রের সাহায্য কম সংখ্যক জনবল নিয়ে অধিক পরিমানে মাশরুম প্যাকেটিং করা যাবে দ্রুততম সময়ে। সময় ও শ্রমের সাশ্রয়ের ফলে মাশরুম চাষীরা এ যন্ত্রের প্রতি সহজেই আকৃষ্ট হবে।
কৃষক সৈয়দুর রহমানের নতুন আবিষ্কার এই সাফল্য দেখতে প্রতিদিন তার বাড়ীতে যাচ্ছেন অনেকেই, এ বিষয়ে জানার চেষ্টা করছেন। তেমনি একজন সিলেট নগরীর বাগবাড়ীর বাসিন্দা আনিসুর রহমান।
তিনি লোক মুখে শুনে নতুন এ প্যাকেটিং যন্ত্র দেখতে এসেছেন।
তিনি আলাপকালে বলেন,মাশরুম চাষীদের জন্য এটা একটা সহায়ক উপাদান। এর মাধ্যমে কম সময়ে অধিক পরিমানে মাশরুম প্যাকেট করা যাবে। তিনি সৈয়দুর রহমানের সফলতা কামনা করেন।
কৃষি উদ্দোক্তা সৈয়দুর রহমান বলেন, কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে। নতুন জাতের ফসল ও প্রযুক্তি উদ্ভাবন আমার নেশা। মাশরুম চাষীদের জন্য এবারকার উদ্ভাবন প্যাকেটিং যন্ত্র। সময় ও শ্রমের সাশ্রয়ে এ যন্ত্রের বিকল্প নেই। তিনি এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পাল সফল কৃষি উদ্দোক্তা সৈয়দুর রহমানের সফলতার ভুয়সী প্রশংসা করে বলেন, সৈয়দুর রহমানের এই ধরণের উদ্ভাবন উদ্যোক্তাদের আরো বেশি উজ্জীবিত করে তুলবে। নতুন প্রযুক্তি ও নতুন জাতের ফসল আবিষ্কারই তার নেশা। বিশেষ করে মাশরুম  প্যাকেটিং যন্ত্র তার আরেক নতুন উদ্ভাবনী উপাদান। এ জন্য এরকম উদ্দোক্তাদের সহযোগিতা করা প্রয়োজন। যাতে করে তারা নিত্য নতুন কাজে উৎসাহিত হয়। তিনি ব্যক্তি উদ্যোগে কৃষক সৈয়দুর রহমান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা দেখে অন্যরাও যদি এগিয়ে আসেন তাহলে সিলেট তথা দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।