নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্সে (প্রফেশনাল) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সে ভর্তির আবেদন শেষ হবে রোববার (১৬ মার্চ)। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবেন।
একই সময়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তি আবেদনও শেষ হবে।
শনিবার (১৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, এলএলবি শেষপর্ব, এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তির প্রাথমিক আবেদন ১৬ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা। আবেদন করা কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে অথবা সরাসরি) ১৭ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এদিকে, ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২২ এপ্রিল।
প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে থেকে জানা যাবে।
আরও পড়ুন
বিশ্ব কিডনি দিবস আজ
মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে
বিএড-উচ্চতর স্কেল পাচ্ছেন বেসরকারি স্কুল-কলেজের ২৭০৪ শিক্ষক