January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 3rd, 2022, 7:26 pm

মাস সেরার লড়াইয়ে কোহলি-মিলার-রাজা

অনলাইন ডেস্ক :

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হবার দৌঁড়ে মনোনীত হয়েছেন ভারতের বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গেল মাসে পাঁচ ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২২৪ রান করেন কোহলি। চলমান টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী অপরাজিত ৮২ রানের নান্দনিক ইনিংসও ছিলো রয়েছে তার। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬২ রান করে প্রথমবারের মত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থে মনোনায়ন পান কোহলি। গত মাসে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন মিলার। গুয়াহাটিতে ভারতের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে সিরিজে এক ম্যাচে অনবদ্য ৭৫ রানও করেছিলেন তিনি। বিশ^কাপে পার্থে ভারতের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৫৯ রান করে দলের জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখেন মিলার। গেল মাসে ব্যাট-বল হাতে দারুন ফর্মে ছিলেন রাজা। ব্যাট হাতে ১৪৫ রান ও বল হাতে ৯ উইকেট নেন তিনি। চলমান বিশ^কাপে ছয় ম্যাচে তিনবার সেরা খেলোয়াড় হন তিনি।