জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
আদেশে ট্রাইব্যুনাল বলেন, মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান পাওয়া গেছে।
এ কারণে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি ১৪ অক্টোবরের মধ্যে পরোয়ানা কার্যকর সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়, চারজনই বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬৩২ জন গ্রেফতার
নওগাঁ-৬ আসনের সাবেক এমপিসহ ৫ জন গ্রেফতার