অনলাইন ডেস্ক :
সরকারি অনুদানে নির্মিত ছবি ‘আশীর্বাদ’ মুক্তি সামনে রেখে নায়িকা মাহিয়া মাহি ও জেনিফার ফেরদৌস এর মধ্যে চলমান বিবাদের সুরাহা হচ্ছে। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা নিরসনের উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। সমিতি থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রযোজক জেনিফার ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যে চলমান সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। তাদের মধ্যে চলমান দ্বন্দ্ব সমাধানের পথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ৭টায় শিল্পী সমিতিতে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে বলে বার্তায় জানানো হয়। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান-মাহির দ্বন্দ্ব ক’দিন ধরেই আলোচনায়। প্রযোজক-তারকার পাল্টাপাল্টি অভিযোগ নিয়মিত দেখা যাচ্ছে সংবাদের পাতায়। সম্প্রতি এ নিয়ে শিল্পী সমিতির কাছে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও প্রতিবাদলিপিও জমা দিয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি। তার ক’দিন পরই বিষয়টি সমাধানের উদ্যোগ নিলো শিল্পী সমিতি। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমা মুক্তি উপলক্ষে কদিন আগে এক সংবাদ সম্মেলন করেন জেনিফার ফেরদৌস। সেখানে তিনি শুধু মাহি নন, রোশানকে নিয়েও হেয় মন্তব্য করেন। পাল্টা সংবাদ সম্মেলন ডেকে মাহি অভিযোগ করেন, ‘সিনেমার জন্য ৬০ লাখ টাকা পেলেও জেনিফার এই টাকা পুরোপুরি খরচ করেননি। এমনকি শুটিংয়ের বেশীরভাগ সদস্যের পারিশ্রমিক দেননি জেনিফার।’ তার প্রেক্ষিতে আবারও একটি সংবাদ সম্মেলন ডেকে মাহি, রোশান ও নির্মাতার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন জেনিফার। শুধু তাই নয়, তিনি দাবি করেন- শিল্পী ও নির্মাতার অপপ্রচারের কারণে তার সিনেমাটি এখন হল পাচ্ছে না।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত