January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 22nd, 2021, 8:28 pm

মা ও শিশু সহায়তা কর্মসূচির সমন্বয় সভা

রংপুর প্রতিনিধি:
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি’র কৌশলগত সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মা ও শিশুসহায়তা কর্মসুচি গঙ্গাচড়া উপজেলার ৯ টি ইউনিয়নে দরিদ্র গর্ভধারীনি মায়েদের নিয়ে ২০১৯ সাল থেকে কাজ করে আসছে। দরিদ্র গর্ভধারীনি মায়েরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়ে ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে গিয়ে নির্ভূলভাবে আবেদন করতে পারে এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে সহজশর্তে নির্ভূলভাবে হিসাব খুলতে পারে ও জি টু পি পদ্ধতিতে অর্থ পেতে উপকারভোগীদের কোন সমস্যা না হয় এ সকল বিষয় আরও জোরদার করার জন্য ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা বুধবার (২২ সেপ্টেম্বর) গঙ্গাচড়া এনডিপি কর্মসূচি কার্যালয়ে আয়োজন করা হয়। উক্ত সমন্বয় সভায় অতীতের সকল সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের উপায় বের করে মহিলা বিষয়ক অফিস, এনডিপি, ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলে কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী প্রকৃত ও যোগ্য গর্ভবতীদের আবেদন প্রক্রিয়া ও অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কোন রকম অসুবিধা এবং হয়রানির শিকার না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করার প্রতিশ্রুতি বদ্ধ হন। উক্ত সমন্বয় সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, কর্মসূচি সমন্বয়কারী মিজানুর রহমান, উপজেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম, ট্রেনিং অফিসার এবং এমআইএস ও মনিটরিং অফিসার উপস্থিত থেকে কার্যকরী ও সফল ভূমিকা পালন করেছেন।