অনলাইন ডেস্ক :
বাবার ঋণ পরিশোধে অস্বীকার করায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, বোন শমিতা শেঠি ও মা সুনন্দা শেঠিকে তলব করেছেন আদালত। ভারতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাদের তলব করেন আন্ধেরির একটি আদালত। চলতি মাসের ২৮ তারিখ তাদের হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, গত ২০১৫ সালে শিল্পার বাবা পারহাদ আমরা নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২১ লাখ টাকা ধার নিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো ওই টাকা ফেরত পাননি ব্যবসায়ী। বাবা প্রয়াত হওয়ার পর অভিনেত্রী শিল্পা, বোন শমিতা ও মা সুনন্দা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। সে কারণেই পুলিশের কাছে জুহু থানায় অভিযোগ করেন ব্যবসায়ী।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!