অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মা ও মেয়েকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জিনের বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার গাইবান্ধার নারী শিশু দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো.আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- এমদাদুল হক, বেলাল হোসেন ও খাজা মিয়া।
মামলার বিবরণে জানা গেছে,২০১৮ সালের ১২ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দণ্ডপ্রাপ্ত জিনের বাদশা সংঘবদ্ধ প্রতারক চক্র জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে মা ও মেয়েকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসতে বলে গভীর রাতে ফোন করেন। অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাওয়ার লোভে মা ও মেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জে চলে আসেন। বাস গোবিন্দগঞ্জের চৌমাথায় থামলে এই প্রতারক চক্রটি তাদের নির্জন স্থানে নিয়ে যায়। এরপর তাদের মুখ বেঁধে প্রথমে মেয়ে এবং পরে মাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে তারা চলে যায়।
এ ঘটনায় মা ও মেয়ে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার আদালতে এই মামলার রায় দেন।
—ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়